এবিএন নিউজ |
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে ‘শরিফার গল্প’ বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে ‘শরিফার গল্প’ বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘শরিফার গল্প’-এ বলা হয়েছে, শরীফ আহমেদ শারীরিকভাবে ছেলে হলেও মনে করেন তিনি মেয়ে। তাই তিনি তার নাম পরিবর্তন করে শরিফা রাখেন। এখানে স্বীকার করা হয় যে শরীফ আহমেদের কোনো শারীরিক পরিবর্তন হয়নি; শুধুমাত্র মানসিকভাবে, সে মনে করে সে একজন মেয়ে।
আইনি নোটিশে বলা হয়েছে, “গল্পটি তরুণ শিক্ষার্থীদের হিজড়াদের প্রতি আকৃষ্ট করেছে। এটি হিজড়াদের জন্য তরুণ মনকে সূক্ষ্মভাবে অনুপ্রাণিত করছে।”
নোটিশে আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বইয়ের দোকান থেকে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে ‘শরিফার গল্প’ বইটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।