রোববার ৪ আগস্ট সকাল থেকেই রাস্তায় নামে আন্দোলনকারী শিক্ষার্থী, অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়া রাস্তায় অবস্থান কর্মসূচী পালন করে ছাত্রলীগ-যুবলীগ। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ-যুবলীগের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

রোববার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ১০১ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

এরমধ্যে সিরাজগঞ্জে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেলার এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া, লক্ষ্মীপুরে ১১, ফেনী ৮, নরসিংদী ৬, কিশোরগঞ্জ ৬, মাগুরা ৪, রংপুর ৪, বগুড়া ৪, মুন্সীগঞ্জ ৩, কুমিল্লা ৩, শেরপুর ৫, সিলেট ৪, পাবনা ২, জয়পুরহাটে ২, এবং ভোলা, হবিগঞ্জ, কক্সবাজার, সুনামগঞ্জ, বরিশাল ও গাজীপুরের শ্রীপুর ও সাভারে একজন করে নিহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে জঙ্গি হামলার সতর্কতা জানিয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।