এবিএন নিউজ |

কনমেবল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের শুরুটা আশানুরূপ হয়নি লাতিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। বাছাইয়ের প্রথম পর্বে দাপট দেখালেও চূড়ান্ত পর্বে এসে কিছুটা ব্যাকফুটে চলে গেছে দুল দুটো।

চূড়ান্ত পর্বে এসে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল এবং ভেনিজুয়েলার বিপক্ষে ড্র করে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে এসে জয় নিয়ে ব্রাজিল ঘুরে দাঁড়ালেও আবারো পয়েন্ট ভাগাভাগি করতে হয় আর্জেন্টিনাকে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেনিজুয়েলার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে যারা জয়লাভ করবে তারাই প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করবে। একই রাতে অপর একটি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে। এই ম্যাচে প্যারাগুয়ে জয়লাভ করলে, আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই অলিম্পিকে জায়গা নিশ্চিত হবে ব্রাজিলের।

চূড়ান্ত পর্বের বাছাইয়ে এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে দলগুলো। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। আর তিনে থাকা আর্জেন্টিনার ২ পয়েন্ট এবং চারে থাকা ভেনিজুয়েলার ১ পয়েন্ট।