নিজস্ব সংবাদদাতা | এবিএন নিউজ
প্রকাশ্যে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের পাতা ছিঁড়ে বহিস্কার হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক
রাজধানীর একটি সেমিনারে প্রকাশ্যে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলার কারণে বহিস্কার হলেন আসিফ মাহতাব নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলসফি বিভাগের খণ্ডকালীন একজন শিক্ষক।
এই ঘটনার পর আজ ২২ জানুয়ারি সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে ওই শিক্ষক বলেন, আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল ডিসএবল করে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল তিনি জানান, আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি। আমাকে এইমাত্র ফোন করে জানানো হয়েছে যে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস না নিতে না যাই। আমি জানি না হটাৎ করে এই সিদ্ধান্ত তারা কেন নিলো। আমাকে কোন কারণ তারা দেয়নি।
গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দুটি পাতা ছিঁড়েন মাহতাব।
বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাইয়ের অভিযোগ তিনি। সেই সাথে আসিফ মাহতাব বলেন, শরিফ এবং শরিফা নামের সমকামী বিষয়ে যে লেখাটি পাঠ্যপুস্তকের বইয়ে ছাপানো হয়েছে সেটা সেটা ছাত্র-ছাত্রীদের জন্য লজ্জাজনক। আমাদের ইসলাম ধর্মে সেটা সম্পূর হারাম। সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে আসিফ মাহতাব বলেন, ৮০ টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনে, পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা দুটি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দিতে বলেন এই তরুণ শিক্ষক।