এবিএন নিউজ |
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ৫০ মিটার বা ১৬৫ ফুট গভীর খাদে পড়ে একটি যাত্রীবাহী বাসের অন্তত ৪৫ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একমাত্র জীবিত আছেন ৮ বছর বয়সী একজন কন্যা শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার সাউথ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে মামামতলাকালা পর্বতের গিরিপথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রেলিংয়ে ধাক্কা খায়। পরে সেতু থেকে ছিটকে খাদে পড়ে গেলে তাতে আগুন ধরে যায় এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলতে থাকে। উদ্ধার কাজ চলাকালীন সময়ে একটি শিশুকে উদ্ধার কারীরা দেখতে পাই।
সাউথ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন- এই কঠিন সময়ে আপনাদের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। এই দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করা হবে।
বাসটিতে সাউথ আফ্রিকার প্রতিবেশী দেশ বতসোয়ানার বেশ কয়েকজন যাত্রী ছিলেন। সিন্দিসিওয়ে চিকুঙ্গা বলেন, সাউথ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে।