নিজস্ব সংবাদদাতা | এবিএন নিউজ

আজ ছেড়ে গেল চলতি মৌসুমের হজ্জের প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ হজ্জযাত্রী নিয়ে যাত্র শুরু করে বাংলাদেশ বিমান।

বিমানের প্রথম হজ্জ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। এ সময় তিনি বিমানে হজ্জযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণে আহ্বান জানান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।‌ এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে।

এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ্জ পালনের উদ্দেশে সৌরি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজ্জযাত্রীর পরিবহন করবে।

হজ্জের আগে ৯ মে থেকে ১০ জুন চালু থাকবে ফ্লাইট।
এর আগে বুধবার ৮’মে রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্পে এবারের হজ্জ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন।
২০২৪ সালের হজ্জ বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ্জযাত্রী হজ্জ পালন করবেন।