নিজস্ব সংবাদদাতা | এবিএন নিউজ | শেরপুর

শেরপুর সদর উপজেলায় কবর থেকে মৃতদেহ চুরির ঘটনা বেড়েই চলছে। চুরি ঠেকাতে বিভিন্ন কবরস্থান পাকা করাসহ দেয়া হচ্ছে লোহার গ্রিল।

এলাকাবাসী বলছেন, স্বজনদের শেষ স্মৃতিচিহ্নটুকু রাখতেই এমন অভিনব কৌশল নিচ্ছেন তারা। এদিকে অভিযোগের ভিত্তিতে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের সূর্যদী পশ্চিমপাড়া গ্রাম। এ গ্রামের বেশিরভাগ পুরোনো কবরগুলো থেকে চুরি হয়ে গেছে কঙ্কাল। তাই মৃত স্বজনদের শেষ স্মৃতিচিহ্নটুকু ধরে রাখতে বাড়তি খরচ করে লোহার গ্রিল দিয়ে ঘিরে দিচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, এলাকায় সরকারি কবরস্থান না থাকায় পারিবারিক কবরস্থানেই দাফন করা হয় স্বজনদের মৃতদেহ। কিন্তু সারাক্ষণ পাহারার কোনো ব্যবস্থা না থাকায় একের পর একের কবর থেকে কঙ্কাল চুরি হচ্ছে। এ নিকৃষ্ট ঘটনায় বিব্রত এলাকাবাসী।

এ বিষয়ে পুলিশ বলছে, গেল বছরের সেপ্টেম্বরে দুটি আলাদা মামলার পর দুই কেমিক্যাল ব্যবসায়ীসহ চার চোরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।

শেরপুর সদর থানা ওসি (তদন্ত) মো. সাইফুল্লাহ বলেন, কঙ্কাল চোরদের মধ্যে দুইজন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যে এর পুনরাবৃত্তি হবে না।

চুরি ঠেকাতে এখন পর্যন্ত এলাকার দুইশ’র বেশি বেশি কবরে দেওয়া হয়েছে লোহার গ্রিল। আর গত দুই বছরে এই ইউনিয়ন থেকেই দেড় শতাধিক কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।