নিজস্ব সংবাদাদতা | চট্টগ্রাম
কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রামের এস আলম সুগার রিফাইন্ড মিলে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে প্রধান করে এ কমিটি করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল মালেক মুত্তাকিম এবিএন নিউজ কে বলেন, কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটিতে ফায়ার সার্ভিস, নগর পুলিশ, স্থানীয় ইউএনওসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে বলে জানান।
সোমবার বিকালে কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজের একটি গুদামে আগুন লাগে, যাতে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল।
রাত সাড়ে ১০টার দিকে গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।
তিনি বলেন, এখন আমরা আগুন পুরোপুরি নির্বাপণের কাজ করছি।
চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ হয়নি।
সোমবার বিকাল ৪টার দিকে মিলের ১ নম্বর গুদামে এ আগুন লাগে, যেখানে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল বলে দাবি করা হয়।
কোনো স্থাপনায় আগুন লাগার ক্ষেত্রে নিয়ন্ত্রণে আসার অর্থ হচ্ছে সেটি আর ছড়াচ্ছে না। এরপর স্থাপনার ভেতর-বাইরে তল্লাশি চালিয়ে কোথাও আগুন না পেলে পুরোপুরি নির্বাপনের ঘোষণা দেওয়া হয় ফায়ার সার্ভিসের তরফ থেকে।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের একাধিক ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। শেষ পর্যন্ত ১৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।