এবিএন নিউজ |

ইসলামের দ্বিতীয় কেবলা পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিকেল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ পড়তে জড়ো হতে থাকেন। এতে নারী-পুরুষ উভয়ই নামাজের উদ্দেশ্যই দলে দলে আল-আকসা মসজিদে জড়ো হতে থাকেন।

মুসল্লীরা তারাবিহ নামাজ পড়তে আসবে জেনে ইসরায়েল বাহিনী আগে থেকে সবধরনের প্রস্তুতি নিয়ে আল-আকসা মসজিদে ঘিরে রাখেন। এরিমধ্যে আল-আকসা মসজিদের প্রথম প্রবেশ পথে মুসল্লীদের তল্লাশী চালায় ইসরায়েল সেনা বাহিনী।

শর্তসাপেক্ষে চল্লিশের বেশি বয়স্কদের ঢুকতে দিলেও চল্লিশ এর কম বয়সীদের মসজিদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। একপর্যায়ে মুসল্লীদের সাথে ইসরায়েল বাহিনীর সাথে ধস্তাধস্তি হলে চল্লিশ বছরের কমবয়সী মুসল্লীদের পিটিয়ে বের করে দিলেন ইসরায়েলি সেনা বাহিনী। এতে মুসল্লীরা ক্ষোভে ফেঁটে পড়েন। এরপরও মসজিদ মাঠে পবিত্র তারাবিহ আদায় করেন ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমানেরা। মহিলা-পুরুষ উভয়ই নামাজ পড়তে দেখা যায় মসজিদের ভিতরে বাহিরে।

ইসরায়েল সেনা মনে করেন, চল্লিশের কম বয়সী ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে দিলে যে কোন মূহুর্তে সংঘাতে ছড়িয়ে পড়তে পারে।